Daily Reporter's user profile page. Match highlights, posts and more on site!

“”

 Report User

Highlights

কলকাতা বনাম হায়দারাবাদ ১ম ম্যাচে কে জিতবে তা প্রকাশ করলো জোত্যিষী বিড়াল একিলাস! খেলার আগেই ফলাফল!
কলকাতা বনাম হায়দারাবাদ ১ম ম্যাচে কে জিতবে তা প্রকাশ করলো জোত্যিষী বিড়াল একিলাস! খেলার আগেই ফলাফল!

কলকাতা বনাম হায়দারাবাদ 1ম ম্যাচে কে জিতবে তা প্রকাশ করলো জোত্যিষী বিড়াল একিলাস! খেলার আগেই ফলাফল! #কলকাতাবনামহায়দারবাদ #কলকাতানাইটরাইডার্সবনামসানরাইজার্সহায়দারবাদ #কলকাতাওহায়দারাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের পর্দা উঠছে । আর এর আগে নিজের সর্বকালের সেরা আইপিএল একাদশ প্রকাশ করেছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মার সঙ্গে থাকছেন আইপিএলের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তিন নম্বরে থাকছেন ডেভিন ওয়ার্নার এবং তারপরই বিরাট কোহলি। মাঝের দিকে রান তাড়া করতে থাকছেন সুরেশ রায়না ও এবি ডিভিলিয়ার্স। এছাড়াও সাত নম্বরে ব্যাট করবেন ধোনি। শেষের দিকে থাকছেন রবীন্দ্র জাদেজা, সুনীল নারাইন, ভুবেনশ্বর কুমার, যশপ্রীত বুমরা। নিজের গঠিত একাদশ প্রকাশ করে গাভাস্কর বলেন, ‘যদি কাউকে বাদ দিয়ে থাকি তার জন্যে দুঃখিত। জীবনে কোনো দিন নির্বাচক ছিলাম না। এখন বুঝতেছি একটা দল বেছে নেওয়া কতটা কঠিন কাজ। এই দিকে সানরাইজার্স হায়দারবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তা প্রকাশ করলো জোত্যিষী টিয়া পাখি। এই দুই দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে জয়ী দল হিসাবে ঘোষণা করছে জোতিষী টিয়া।



১ম ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের এই দুই দল যে ফাটাফাটি একাদশ নিয়ে মাঠে নামবে দেখুন!
১ম ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের এই দুই দল যে ফাটাফাটি একাদশ নিয়ে মাঠে নামবে দেখুন!

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে জোত্যিষী বিড়াল একিলাসের ভবিষ্যত বাণী দেখুন কে জিতবে? আগেই ফলাফল!! #নিউজিল্যান্ডওবাংলাদেশেরসময়সূচি #নিউজিল্যান্ড #বাংলাদেশ কনুইয়ের ইনজুরির কারণে সবশেষ ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। আগের ইনজুরিতে বিবেচনায় রাখা হয়নি কলিন ডি গ্র‍্যান্ডহোম এবং লকি ফার্গুসনকে। এক স্পিনারের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজসেরা ইশ সোধিরও। ফলে স্কোয়াডে বেশ কিছু রদবদল ছিল অনুমেয়, হয়েছেও তাই। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আরও এক দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। ইনজুরি আগেই কেড়ে নিয়েছে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এবার চোটের কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকেও অন্তত এক ম্যাচের জন্য পাচ্ছে না কিউই শিবির। হ্যামস্ট্রিং চোটের কারণে টাইগারদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না টেইলর। তবে দলের সঙ্গেই থাকবেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত রবিবার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর। বুধবার ডানেডিনে জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনি। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড আশা করছেন, খুব দ্রুতই সুস্থ হয়ে দলে ফিরবেন টেইলর। সিরিজের বাকি দুই ম্যাচেই তাকে একাদশে চান তিনি। প্রথমে আমরা দেখবো যে একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড দল! 1. Tom Latham Wk and Left Handed Batsman Captain 2. Martin Guptill Right Handed Batsman 3. Henry Nicholls Left-Handed Batsman 4. James Neesham All-Rounder 5. Matt Henry All-Rounder 6. Will Young Right-Handed Batsman 7. Daryl Mitchell All-Rounder 8. Matt Henry Right-arm fast-medium Bowler 9. Trent Boult Left-arm fast-medium Bowler 10. Tim Southee Right-arm fast-medium Bowler 11. Mitchell Santer Left-arm leg break Spin bowler এখন আমরা দেখবো প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: 1.Tamim Iqbal Left Handed Batsman 2. Liton Kumar Das wk and right handed batsman 3. Mohmmad Mithun Right Handed Batsman 4. Musfiqur Rahim Wk and Right Handed batsman 5.Mahmudullah Riyad All-rounder 6. Afif Hossain All-rounder 7. Mahedi Hasan All-rounder 8. Mohmmad Saifuddin All-rounder 9. Mustafizur Rahman Left arm Medium Bolwer 10. Mehedi Hasan Miraz All-Rounder 11.Rubel Hossain Right arm Medium Bolwer



জয়ের লক্ষ্যে চমকে ঠাসা ১ম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কঠিন একাদশ দেখে নিন এক নজরে!!
জয়ের লক্ষ্যে চমকে ঠাসা ১ম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কঠিন একাদশ দেখে নিন এক নজরে!!

জয়ের লক্ষ্যে চমকে ঠাসা ১ম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কঠিন একাদশ দেখে নিন এক নজরে!! #নিউজিল্যান্ডওবাংলাদেশেরসময়সূচি #নিউজিল্যান্ড #বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে চমক! নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ডে। এদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ২০ সদস্যের বহর নিয়ে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার পূর্বে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন সিরিজ জয়ের আকাঙ্ক্ষার কথা। জানাতে যে হবেই! নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনও যে কোনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশ দলের। এখন পর্যন্ত উইলিয়ামসনদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘ছেলেরা সবাই এখানে পেশাদার। তারা জানে তাদের কি করতে হবে। তারা এটাও ভালো করে দুই সপ্তাহের মধ্যেই লাল-সবুজের রঙিন জার্সি পরে আবারো মাঠে নেমে যেতে হবে। ভবিষ্যৎ নিয়ে তাঁদের মাইন্ড এবং ফোকাস যথেষ্ট পরিস্কার, অতীত নিয়ে নয়।‘ এদিকে কুইন্সল্যান্ডে পুরোদমে চলছে টাইগারদের নিবির অনুশীলন। আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তামিমবাহিনী। চলুন এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ! বাংলাদেশের সম্ভাব্য একাদশ:- 1.Tamim Iqbal Left Handed Batsman 2. Liton Kumar Das wk and right handed batsman 3. Mohmmad Mithun Right Handed Batsman 4. Musfiqur Rahim Wk and Right Handed batsman 5.Mahmudullah Riyad All-rounder 6. Afif Hossain All-rounder 7. Mahedi Hasan All-rounder 8. Mohmmad Saifuddin All-rounder 9. Mustafizur Rahman Left arm Medium Bolwer 10. Mehedi Hasan Miraz All-Rounder 11.Rubel Hossain Right arm Medium Bolwer



দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নেমে নিজের ক্যালমা দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!
দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নেমে নিজের ক্যালমা দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!

দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নেমে নিজের ক্যালমা দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! #মাঠে_ফিরেই_সাকিবের_চমক #মাঠে_ফিরেই_বল_হাতে_সাকিবের_চমক #মাঠে_ফিরেই_চমক_দেখালেন_সাকিব_আল_হাসান ভিনি, ভিডি, ভিসি; এলেন, দেখলেন, জয় করলেন- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাপারে এ তিনটি শব্দ লেখা হয়েছে অসংখ্যবার। প্রায় দেড়যুগের ক্যারিয়ারে অনেকবার এমন করে দেখিয়েছেন তিনি, করলেন আরও একবার। দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নেমে নিজের ক্যালমা দেখাতে খরচ করেছেন মাত্র ৭টি বল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এ ম্যাচ দিয়েই স্বীকৃত ক্রিকেটে ফিরলেন সাকিব। আর মাঠে ফিরে নিজের করা সপ্তম বলেই পেয়ে গেছেন প্রথম উইকেটের দেখা। টস হেরে ব্যাট করতে নামা বরিশাল প্রথম পাওয়ার প্লে’র ছয় ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৩৮ রানের বেশি করতে পারেনি। সপ্তম ওভারে সাকিবকে আক্রমণে আনেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সে ওভারে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুবকে খোলসবন্দীই রাখেন সাকিব, খরচ করেন মাত্র ৩ রান। প্রথম ওভারে উইকেট না পেলেও, নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাকিব সাজঘরে ফিরিয়ে দেন মারকুটে ব্যাটসম্যান আফিফ ধ্রুবকে। তবে উইকেটের ডেলিভারিটি আহামরি ভালো ছিল না। শর্ট পিচ ডেলিভারিটি ছিল লেগস্টাম্পের ওপরে, সেটি সজোরে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জহুরুল ইসলাম অমির হাতে ক্যাচ তুলে দেন আফিফ, সাকিব পান নিজের প্রথম উইকেটের দেখা। তবে সে ওভারেই চতুর্থ বলে আবার সাকিবকে লংঅন ও মিডউইকেটের মাঝামাঝি দিয়ে বিশাল ছক্কা হাঁকান তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভার থেকে সাকিব খরচ করেন ৮ রান। দুই ওভারে তার বোলিং ফিগার ১১ রানে ১ উইকেট। পরের ওভারে দেন মাত্র 7 রান। শেষ পর্যন্ত নিজের 4 ওভার ভালোভাবেই সারেন সাকিব আল হাসান!



চার ছক্কায় ফুলঝুরিতে ব্যাটিং করে পাকিস্তানের মাঠ কাঁপালেন তামিম ইকবাল!
চার ছক্কায় ফুলঝুরিতে ব্যাটিং করে পাকিস্তানের মাঠ কাঁপালেন তামিম ইকবাল!

চার ছক্কায় ফুলঝুরিতে ব্যাটিং করে পাকিস্তানের মাঠ কাঁপালেন তামিম ইকবাল! #তামিম_ইকবাল #তামিম_ইকবালের_ব্যাটিং #তামিমের_ব্যাটিং_তান্ডব পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন বাংলাদেশদলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিমের দল লাহোরের অধিনায়ক সোহেল আখতার। দলের একাদশে আছেন তামিম। এই ম্যাচের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মুলতান সুলতানসের। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর শেষ হওয়ার কথা ছিল গত মার্চে। করোনার আতঙ্কে লিগ পর্ব শেষেই টুর্নামেন্ট স্থগিতাদেশ পায়। লিগ পর্বে বাংলাদেশ কোনো ক্রিকেটার না থাকলেও প্লে-অফের জন্য তামিমকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। পিএসএলে ডাক পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তাকে দলে নিয়েছিল মুলতান সুলতানস। তবে করোনা আক্রান্ত হওয়ায় রিয়াদ পিএসএলে যোগ দিতে পারেননি। এরপর সাকিব আল হাসানকে রিয়াদের বদলি হিসেবে নেওয়ার চেষ্টা করে মুলতান। কিন্তু পঞ্চম পিএসএলের ড্রাফট চলাকালে সাকিব নিষেধাজ্ঞায় থাকায় তাকে দলে নিতে পারেনি মুলতান। আজ প্রথমে মাঠে নামে তামিমের দল লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নেমেছিলো পেশোয়ার জালিম। প্রথমে তারা ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান করে। 172 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লাহোর ক্যালেন্ডার্স। কিন্তু শুরুতেই ঝড় তুলেন তামিম ইকবাল। বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না তিনি। দলীয় 25 রানে 2য় উইকেটের পতন ঘটে তামিমের দলের। তিনি আউট হওয়ার আগে দূরন্ত ব্যাটিং করেছেন, দারুণ খেলেছেন তামিম ইকবাল। মাত্র 10 বলে 18 রান করেছেন তামিম ইকবাল। তার ব্যাটিং ছিলো 3টি বাউন্ডারি 2টি 4 ও একটি ছক্কা। তামিম আউট হওয়ার পর বাংলাদেশী সকল দর্শকরা হতাশ হয়ে যান।



ছি: ছি: ছি: মাঠেই অঘটনের জন্ম দিয়ে যে জন্য শ্রেয়ার আইয়ারকে মারতে গিয়েছিলেন রশিদ খান!
ছি: ছি: ছি: মাঠেই অঘটনের জন্ম দিয়ে যে জন্য শ্রেয়ার আইয়ারকে মারতে গিয়েছিলেন রশিদ খান!

ছি: ছি: ছি: মাঠেই অঘটনের জন্ম দিয়ে যে জন্য শ্রেয়ার আইয়ারকে মারতে গিয়েছিলেন রশিদ খান! #সানরাইজার্স_হায়দারাবাদের_প্রথম_জয় #রশিদ_খান #দিল্লীর_বিপক্ষে_জয়_পেলো_সানরাইজার্স_হায়দারাবাদ সানরাইজার্স হায়দারাবাদ উইকেট ধরে রেখেও স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসের সামনে মাত্র ১৬৩ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছেন। তবুও তিন বিদেশি জনি বেয়ারেস্ট, ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়াসনের ব্যাটে ছড়েই এই রান এলো হায়দরাবাদের স্কোরবোর্ডে। প্রথমে তাদের ৯.৩ ওভারের ওপেনিং জুটিতে উঠেছে কেবল ৭৭ রান। এ সময় ৩৩ বলে ৪৫ রান করা ওয়ার্নার আউট হন অমিত মিশ্রর বলে। জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ৫২ রানের ইনিংস। ১১০.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। কেন উইলিয়াসন ২৬ বলে খেলেন ৪১ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির মার মারেন তিনি। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন আইপিএলে অভিষেক হওয়া আবদুল সামাদ। দিল্লি ক্যাপিটালসের বোলার কাগিসো রাবাদা ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। অমিত মিশ্রও নেন ২ উইকেট। তবে তিনি দেন ৩৫ রান। জয়ের জন্য 163 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারে নি দিল্লী ক্যাপিটালস। দলীয় 2 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। ইংনিস মেরামতের কাজ হাতে নিয়ে ও নিতে পারেন নি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলীয় 7 ওভার শেষে আট ওভারের সময় বল হাতে এসেছিলেন রশিদ খান। রশিদ খান একজন লেগ স্পিনার ও বদ মেজাজি এক ক্রিকেটার রশিদ খান যে কোন সময়ে যার তার সাথে ঝড়গা লাগেন বা ক্রিকেটের ভাষায় স্লেজিং করেন। রশিদ খানের প্রথম বল আইয়ার মারতে দিয়ে পারেন নি। 2য় বল হিট করতে গিয়েই ধরা খান ক্যাচ হয়ে ফিরে যান পাভিলিয়ানে কিন্তু এই সময়ই ক্ষেপে যান রশিদ খান। তেড়ে যান আইয়ারের দিকে আর হাত উচিয়ে আইয়ারকে বলেন মারবি না মার। এই সময় শ্রেয়ার আইয়ার কিছুই না বলে প্যাভিলিয়ানে ফিরে যান।



বাঁচা-মরা ম্যাচে ভয়ংকর একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ!  Bangladesh vs sri lanka
বাঁচা-মরা ম্যাচে ভয়ংকর একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ! Bangladesh vs sri lanka

বাঁচা-মরা ম্যাচে ভয়ংকর একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ! Bangladesh vs sri lanka MY channel another video: সন্ধীপ লামচানীকে বাংলাদেশ দলে খেলতে দেওয়া উচিত মো অাশরাফুল | sandeep lamichhane want to play bd https://youtu.be/t-Ikd15O6kM আমি বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাতে চাইঃ নেপালি ক্রিকেটার স্বন্দীপ লামিচানে https://youtu.be/LaL1t5y_oYY বাংলাদেশ দখল করতে যাচ্ছে ভারত চক আঁকছে মোদি! এই জন্যই আসাম থেকে মুসলিম তাড়াচ্ছে ভারত! | বাংলা নিউজ https://youtu.be/j80BUz7hCC8 ভারত বাংলাদেশে হামলা করে তবে তা ঠেকাতে কতটুকু সক্ষম বাংলাদেশ ? | Daily Reporter https://youtu.be/9Sl_8XMP3FE




Next »


User Detail Page

You can find user latest posts and related content on the page. Friends, comments for events / matches are also available on the page. Even you can find users who are same pleasure with current user.

#Travel, #SupportYourTeam, #AllAboutSports