Content removal request!


চার ছক্কায় ফুলঝুরিতে ব্যাটিং করে পাকিস্তানের মাঠ কাঁপালেন তামিম ইকবাল!

চার ছক্কায় ফুলঝুরিতে ব্যাটিং করে পাকিস্তানের মাঠ কাঁপালেন তামিম ইকবাল! #তামিম_ইকবাল #তামিম_ইকবালের_ব্যাটিং #তামিমের_ব্যাটিং_তান্ডব পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন বাংলাদেশদলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিমের দল লাহোরের অধিনায়ক সোহেল আখতার। দলের একাদশে আছেন তামিম। এই ম্যাচের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মুলতান সুলতানসের। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর শেষ হওয়ার কথা ছিল গত মার্চে। করোনার আতঙ্কে লিগ পর্ব শেষেই টুর্নামেন্ট স্থগিতাদেশ পায়। লিগ পর্বে বাংলাদেশ কোনো ক্রিকেটার না থাকলেও প্লে-অফের জন্য তামিমকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। পিএসএলে ডাক পেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তাকে দলে নিয়েছিল মুলতান সুলতানস। তবে করোনা আক্রান্ত হওয়ায় রিয়াদ পিএসএলে যোগ দিতে পারেননি। এরপর সাকিব আল হাসানকে রিয়াদের বদলি হিসেবে নেওয়ার চেষ্টা করে মুলতান। কিন্তু পঞ্চম পিএসএলের ড্রাফট চলাকালে সাকিব নিষেধাজ্ঞায় থাকায় তাকে দলে নিতে পারেনি মুলতান। আজ প্রথমে মাঠে নামে তামিমের দল লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নেমেছিলো পেশোয়ার জালিম। প্রথমে তারা ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান করে। 172 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লাহোর ক্যালেন্ডার্স। কিন্তু শুরুতেই ঝড় তুলেন তামিম ইকবাল। বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না তিনি। দলীয় 25 রানে 2য় উইকেটের পতন ঘটে তামিমের দলের। তিনি আউট হওয়ার আগে দূরন্ত ব্যাটিং করেছেন, দারুণ খেলেছেন তামিম ইকবাল। মাত্র 10 বলে 18 রান করেছেন তামিম ইকবাল। তার ব্যাটিং ছিলো 3টি বাউন্ডারি 2টি 4 ও একটি ছক্কা। তামিম আউট হওয়ার পর বাংলাদেশী সকল দর্শকরা হতাশ হয়ে যান।