Content removal request!


১ম ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের এই দুই দল যে ফাটাফাটি একাদশ নিয়ে মাঠে নামবে দেখুন!

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে জোত্যিষী বিড়াল একিলাসের ভবিষ্যত বাণী দেখুন কে জিতবে? আগেই ফলাফল!! #নিউজিল্যান্ডওবাংলাদেশেরসময়সূচি #নিউজিল্যান্ড #বাংলাদেশ কনুইয়ের ইনজুরির কারণে সবশেষ ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। আগের ইনজুরিতে বিবেচনায় রাখা হয়নি কলিন ডি গ্র‍্যান্ডহোম এবং লকি ফার্গুসনকে। এক স্পিনারের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজসেরা ইশ সোধিরও। ফলে স্কোয়াডে বেশ কিছু রদবদল ছিল অনুমেয়, হয়েছেও তাই। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আরও এক দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। ইনজুরি আগেই কেড়ে নিয়েছে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এবার চোটের কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকেও অন্তত এক ম্যাচের জন্য পাচ্ছে না কিউই শিবির। হ্যামস্ট্রিং চোটের কারণে টাইগারদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না টেইলর। তবে দলের সঙ্গেই থাকবেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত রবিবার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর। বুধবার ডানেডিনে জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনি। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড আশা করছেন, খুব দ্রুতই সুস্থ হয়ে দলে ফিরবেন টেইলর। সিরিজের বাকি দুই ম্যাচেই তাকে একাদশে চান তিনি। প্রথমে আমরা দেখবো যে একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড দল! 1. Tom Latham Wk and Left Handed Batsman Captain 2. Martin Guptill Right Handed Batsman 3. Henry Nicholls Left-Handed Batsman 4. James Neesham All-Rounder 5. Matt Henry All-Rounder 6. Will Young Right-Handed Batsman 7. Daryl Mitchell All-Rounder 8. Matt Henry Right-arm fast-medium Bowler 9. Trent Boult Left-arm fast-medium Bowler 10. Tim Southee Right-arm fast-medium Bowler 11. Mitchell Santer Left-arm leg break Spin bowler এখন আমরা দেখবো প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: 1.Tamim Iqbal Left Handed Batsman 2. Liton Kumar Das wk and right handed batsman 3. Mohmmad Mithun Right Handed Batsman 4. Musfiqur Rahim Wk and Right Handed batsman 5.Mahmudullah Riyad All-rounder 6. Afif Hossain All-rounder 7. Mahedi Hasan All-rounder 8. Mohmmad Saifuddin All-rounder 9. Mustafizur Rahman Left arm Medium Bolwer 10. Mehedi Hasan Miraz All-Rounder 11.Rubel Hossain Right arm Medium Bolwer