Content removal request!


ছি: ছি: ছি: মাঠেই অঘটনের জন্ম দিয়ে যে জন্য শ্রেয়ার আইয়ারকে মারতে গিয়েছিলেন রশিদ খান!

ছি: ছি: ছি: মাঠেই অঘটনের জন্ম দিয়ে যে জন্য শ্রেয়ার আইয়ারকে মারতে গিয়েছিলেন রশিদ খান! #সানরাইজার্স_হায়দারাবাদের_প্রথম_জয় #রশিদ_খান #দিল্লীর_বিপক্ষে_জয়_পেলো_সানরাইজার্স_হায়দারাবাদ সানরাইজার্স হায়দারাবাদ উইকেট ধরে রেখেও স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসের সামনে মাত্র ১৬৩ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছেন। তবুও তিন বিদেশি জনি বেয়ারেস্ট, ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়াসনের ব্যাটে ছড়েই এই রান এলো হায়দরাবাদের স্কোরবোর্ডে। প্রথমে তাদের ৯.৩ ওভারের ওপেনিং জুটিতে উঠেছে কেবল ৭৭ রান। এ সময় ৩৩ বলে ৪৫ রান করা ওয়ার্নার আউট হন অমিত মিশ্রর বলে। জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ৫২ রানের ইনিংস। ১১০.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। কেন উইলিয়াসন ২৬ বলে খেলেন ৪১ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির মার মারেন তিনি। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন আইপিএলে অভিষেক হওয়া আবদুল সামাদ। দিল্লি ক্যাপিটালসের বোলার কাগিসো রাবাদা ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। অমিত মিশ্রও নেন ২ উইকেট। তবে তিনি দেন ৩৫ রান। জয়ের জন্য 163 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারে নি দিল্লী ক্যাপিটালস। দলীয় 2 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। ইংনিস মেরামতের কাজ হাতে নিয়ে ও নিতে পারেন নি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলীয় 7 ওভার শেষে আট ওভারের সময় বল হাতে এসেছিলেন রশিদ খান। রশিদ খান একজন লেগ স্পিনার ও বদ মেজাজি এক ক্রিকেটার রশিদ খান যে কোন সময়ে যার তার সাথে ঝড়গা লাগেন বা ক্রিকেটের ভাষায় স্লেজিং করেন। রশিদ খানের প্রথম বল আইয়ার মারতে দিয়ে পারেন নি। 2য় বল হিট করতে গিয়েই ধরা খান ক্যাচ হয়ে ফিরে যান পাভিলিয়ানে কিন্তু এই সময়ই ক্ষেপে যান রশিদ খান। তেড়ে যান আইয়ারের দিকে আর হাত উচিয়ে আইয়ারকে বলেন মারবি না মার। এই সময় শ্রেয়ার আইয়ার কিছুই না বলে প্যাভিলিয়ানে ফিরে যান।