News Eye Exclusive's user profile page. Match highlights, posts and more on site!

“”

 Report User

Highlights

কঠিন ম্যাচে সহজ জয়! | ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ | Bangladesh beat West Indies by 5 wickets
কঠিন ম্যাচে সহজ জয়! | ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ | Bangladesh beat West Indies by 5 wickets

কঠিন ম্যাচে সহজ জয়! | ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ | Bangladesh beat West Indies by 5 wickets | জিততে হলে ২৪ ওভারে ২১০ রান প্রয়োজন। বাংলাদেশ জিতল ৫ উইকেট আর ৭ বল হাতে রেখেই! সপ্তমবারে এসে ফাইনাল নামের দুর্বোধ্য ধাঁধাটা কাল মালাহাইডে মিলিয়ে দিল মাশরাফির দল। বিগত ৬ বারের থেকে এবারের ম্যচটি অনেক কঠিক ছিল টাইগারদের জন্য। কিন্তু এই কঠিন ম্যাচটিকে সহজ করে জয় ছিনিয়ে নিলো টাইগাররা। শুরুতে দুরন্ত সাহস ভর করেছিল সৌম্য সরকারের ব্যাটে। ৪১ বলে ৬৬ রানের সেই সাহস সৌম্য সঞ্চার করে দিয়েছেন মোসাদ্দেকের মধ্যে। মাত্র ২০ বলে ফিফটি করা মোসাদ্দেক ২৪ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন। বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির দিনে ৫টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন, দুটি চার। দুই তরুণের অসম সাহসিকতার দিনে পথ দেখালেন দুই সিনিয়র। মুশফিক ২২ বলে করলেন ৩৬। ২১ বলে মাহমুদউল্লাহর ১৯ রানের ইনিংসটাও সময় বিবেচনায় হয়ে উঠল মহাগুরুত্বপূর্ণ। বৃষ্টি নামার আগে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৩১ রান। ৫ ঘণ্টার বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ম্যাচ হয়ে যায় ২৪ ওভারের। বাকি ৩.৫ ওভারে ক্যারিবীয়দের হাত খুলে মারতে দেননি মিরাজ। আর ২১ যোগ করে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ১ উইকেটে ১৫২ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০ রানের। মুশফিকুর রহিমের পর যখন মোহাম্মদ মিঠুনও আউট হলেন, ড্রেসিং রুমে অনেকের মাথা নুইয়ে এসেছিল হতাশায়। তখন মাশরাফি বিন মুর্তজা উঠে দাঁড়ালেন চকিতে। নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের কাছে গিয়ে চাপড়ে দিলেন পিঠ। বললেন দুটি কথা। ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের নায়ক মোসাদ্দেকের মনে পড়ছে অধিনায়কের সেই কথা। মোসাদ্দেক যখন উইকেটে গেলেন, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫০ বলে ৬৭ রান। এই সময়ের ক্রিকেটে এমন কঠিন কিছু নয়। তবে উইকেট পড়ে গিয়েছিল ৫টি। আরেকটি উইকেটের পতন ডেকে আনত পারত দলের বিপদ। মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক, উইকেটে থাকা এই দুজনই ছিলেন স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জুটি। এরপর ব্যাটিংয়ের অপেক্ষায় ছিলেন বোলিং অলরাউন্ডাররা। সাকিবকে ছাড়া খেলতে নেমে আরও একবার একাদশে পরিবর্তন আনতে হয় বাংলাদেশকে। একে তো হিম ঠান্ডা, তার ওপর ভেজা কন্ডিশন। বাংলাদেশের বোলারদের কাজটা কঠিন হয়ে উঠেছিল। ম্যাচের শুরু থেকে টিপ টিপ বৃষ্টি। ভেজা ঘাস ছুঁয়ে ছুঁয়ে বল হয়ে গিয়েছিল পিচ্ছিল। আড়ষ্ট হাতে বল গ্রিপ করতে ঝামেলায় পড়েছেন বোলাররা। সফরের শেষ দিনেই সবচেয়ে কঠিন আবহাওয়া বাংলাদেশের সামর্থ্যের নিল কঠিন পরীক্ষা। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, Walton ODI Tri-Series 2019, Bangladesh v West Indies, Ireland Tri-Nation Series, Tigers after winning the tri-nation series beating West Indies by five wickets at Dublin, Tigers, Bangladesh players celebrate winning the tri-series final, Bangladesh defeated the West Indies in the final of the tri-nation series, first time the Tigers have won an ODI tournament final, Bangladesh win tri-nation series final, Tri-series final: Tigers win toss opt to field first against West Indies, Bangladesh beat West Indies by 5 wickets (with 7 balls remaining), Highlights Bangladesh vs West Indies tri-series final, Bangladesh vs West Indies tri-series final Highlights, Bangladesh vs West Indies final Highlights, Bangladesh claim tri-series trophy, Bangladesh beat West Indies to lift maiden multi-nation ODI trophy, Ireland ODI Tri-Nation Series Final: Bangladesh beat West Indies by 5 wickets, Prize Giving Ceremony Windies vs Bangladesh Final Match, Bangladesh win Tri-Nation Series Final 2019 against West Indies, PM congratulates Tigers on winning tri-nation series, Soumya Mosaddek power Tigers to elusive final win, ইতিহাস গড়ল বাংলাদেশ দাপুটে জয়ে, দাপুটে জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, মাশরাফির যে ‌‘দুটি’ কথায় জ্বলে উঠলেন মোসাদ্দেক, কঠিন ম্যাচে সহজ জয়!, জয়ের পরে যা বললো মাশরাফি, মোসাদ্দেকের আগে যে রেকর্ড গড়তে পারেননি টাইগারদের কেউ, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ, বাংলাদেশ চ্যাম্পিয়ন! বাংলাদেশের ইতিহাস, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতল টাইগাররা, এলো স্বপ্নের শিরোপা, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হাইলাইটস, বাংলাদেশ ওয়েস্ট ত্রিদেশীয় সিরিজ ফাইনাল হাইলাইটস, এক নজরে বাংলাদেশের সকল জয়, এক নজরে বাংলাদেশের সকল ট্রফি, বাংলাদেশের সফল অধিনায়ক, মাশফারি বিন মুর্তজা, বাংলাদেশের সকল সিরিজ জয়, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



বিপিএল ২০১৯, চ্যাম্পিয়ন কুমিল্লা | ঢাকাকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কুমিল্লা | BPL 2019 Final
বিপিএল ২০১৯, চ্যাম্পিয়ন কুমিল্লা | ঢাকাকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কুমিল্লা | BPL 2019 Final

বিপিএল ২০১৯, চ্যাম্পিয়ন কুমিল্লা | ঢাকাকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কুমিল্লা | Comilla Victorians vs Dhaka Dynamites Highlights | Tamim Iqbal 141 off 61 | This was really wonderful final match in BPL 2019. জিততে হলে করতে হবে ২০০ রান। এমন পাহাড়সম রান তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে ঢাকা ডায়নাইটস। যার ফলে ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সাকিবের ঢাকা ডায়নামাইটস। ওভারের প্রথম দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে ফিরে যায় সুনিল নারাইন। তখন ঢাকার দলীয় রান ০। এরপর ক্রিজে আসেন রনি তালুকদার। ব্যাট করতে নেমেই দারণ ভাবে মোকাবেলা করেন কুমিল্লার বোলারদের। রনি তালুকদারের সাথে রান তোলার মিছিলে যোগ দেন উপুল থারাঙ্গাও। এরপর ১০২ রানের জুটি করে ফিরে যায় থারাঙ্গা। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ৪৮ রান। তারপর সাকিবকে নিয়ে আবারো কুমিল্লার বোলাদের উপর চরাও হয় রনি তালুকদার। কিন্তু রনিকে বেশীক্ষন সঙ্গ দিতে ব্যার্থ হন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ১২০ রানে ওহাব রিয়াজকে মারতে গিয়ে তামিমের হাতে ক্যাচ দিতে প্যাভিলিয়নের পথে ফিরে যান সাকিব। তারপর আর বেশিক্ষন ক্রিজে থাকতে পারেননি রনি তালুকদার। দলীয় ১২১ রানে রান আউটে কাটা পরে ৩৮ বলে ৬৬ রান করে ফিরে যায় সাজঘরে। তবে ফাইনাল ম্যাচে ব্যার্থ ছিলেন ক্যারিবীয় দুই তারকা পোলর্ড (১৩) ও রাসেল (৪)। আর ১৫ বলে ১৮ রান করে ফিরে যান নুরুল হাসান। এর পর শেষ চেষ্টা করেও পরাজয় এরাতে পারেনি ঢাকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৭ টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। বিপিএলের ইতিহাসে তামিম ইকবাল ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন এই একবার। আর সেই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য তামিম। দেশসেরা এই ওপেনারের ব্যাট হতে আসে ৬১ বলে ১০ চার আর ১১ ছয়ে অপরাজিত ১৪১ রান। বিপিএল তো বটেই, সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও এটাই তামিম ইকবালের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ এবং বিপিএল ইতিহাসের ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ। কুমিল্লা ব্যাট করতে নেমে শুরুটা সাদামাটা হয় কুমিল্লার দুই ওপেনার তামিম ইকবাল ও এভিন লুইসের। দলীয় ৯ রানের মাথায় রুবেল হোসেনের বলে এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় লুইস। আউট হওয়ার আগে করেন ৭ বলে ৬ রান। লুইস যখন সাজঘরে ফিরে যায় তখন তামিমের সঙ্গী হিসাবে মাঠে আসেন আনামুল হক বিজয়। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সাথে নিয়ে পাওয়ারপ্লেতে তামিম ও বিজয় জুটি করেন ৪০ রান। এরপর দেখে শুনে কুমিল্লার রানের চাকা সচল রাখেন ডেসিং ওপেনার তামিম কিন্তু দলীয় ৬৩ রানে জীবন ফিরে পান তামিম ইকবাল। তার ক্যাচটি নিতে ব্যার্থ হন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। এরপর দলীয় ৯৮ রানে সাকিবের বলে এলবিডব্লিউর ফাদে পরেন আনামুল হক বিজয়। আউট হওয়ার আগে করে ৩০ বলে ২৪ রান। তারপর তামিমের সাথে ভুলবুঝাবুঝিতে দ্রুত রান আউট হয়ে ফিরে যান শামসুর রহমান। আর পিছে ফিরে তাকাতে হয়নি কুমিল্লার। সংক্ষিপ্ত স্কোর: ঢাকা ডাইনামাইটস: ১৮২/৯ ( ২০ ওভার)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯৯/৩ ( ২০ ওভার)। টার্গেট: ২০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), আনামুল হক বিজয়, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, ওয়াহাব রিয়াজ, মাহেদী হাসান, সঞ্জিত সাহা। ঢাকা ডাইনামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান, মাহমুদুল হাসান, শুভগতা হোম, রুবেল হোসেন, কাজী অনিক। বিপিএল ২০১৯, চ্যাম্পিয়ন কুমিল্লা, বিপিএল কুমিল্লা চ্যাম্পিয়ন, বিপিএল ফাইনাল ম্যাচে 2019, কুমিল্লা বনাম ঢাকা, যে লড়াইয়ে শেষ হাসি হাসল ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন, তামিম ঝড়ে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা, comilla victorians won by 17 runs in bpl final, বিপিএল ধরা দিয়েছে যাদের হাতে, ঢাকা কে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন, ঢাকাকে হারিয়ে বিপিএল ২০১৯ এর চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তামিম–ঝড়ে ব্যাটে বিপিএল ২০১৯ চ্যাম্পিয়ন হয়েছে কমলা সুন্দরী নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, BPL 2019 Final, Dhaka Dynamites vs Comilla Victorians, Highlights Comilla Victorians vs Dhaka Dynamites, BPL 2019 Match 39 Highlights Dhaka Dynamites vs Comilla Victorians, BPL 2019 Final: Tamim Iqbal 141 off 61 Dhaka Dynamites vs Comilla Victorians, Comilla Victorians vs Dhaka Dynamites Highlights, Comilla Victorians vs Dhaka Dynamites BPL 2019 Final Highlights, BPL 2019 Final Highlights, Tamim Iqbal 141 off 61 Highlights, Player Of The Match Tamim Iqbal, Player Of The Series Shakib Al Hasan, Comilla vs Dhaka Highlights, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডাইনামাইটস ফাইনাল হাইলাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডাইনামাইটস ফাইনাল ২০১৯, তামিম ইকবাল ৬১ বলে অপরাজিত ১৪১ রান, তামিম ইকবালের ৬১ বলে ১৪১ রান হাইলাইটস, দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটসকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের | Rangpur Riders vs Chittagong Highlights
জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের | Rangpur Riders vs Chittagong Highlights

জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের | Rangpur Riders vs Chittagong Highlights | টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন হওয়া উচিত অবশেষে সেই চেহারায় ফিরেছে বিপিএল। শুরুতে যেমন রান হতো না এখন নিয়মিতই রান হচ্ছে। ব্যাটসম্যানরা ভালো উইকেট পেয়ে জ্বলেও উঠছেন। যারই ফলশ্রুতিতে গত ২১ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। চারদিনের মাথায় আসরের দ্বিতীয় ও তৃতীয় সেঞ্চুরিয়ানের দেখাও পেয়ে গেল বিপিএল। আজ সেঞ্চুরি হাঁকান অ্যালেক্স হেলস ও রুশো। চিটাগং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করে রংপুর রাইডার্স। যা বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। জয়ের জন্য চিটাগংকে করতে হবে ২৪০ রান।কিন্তু তারা পারেনি। বড় বেবধানে যেতে গেল রংপুর রাইডার্স। বিপিএলের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের, rangpur vs chittagong highest score in bpl 2019, Chittagong Vikings vs Rangpur Riders BPL 2019, BPL 2019: Rangpur Riders vs Chittagong Vikings, বিপিএলে দলীয় সংগ্রহের রেকর্ড, ২৩৯ করেছে রংপুর রাইডার্স, রংপুরের কাছে পাত্তাই পেল না চিটাগং, বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো রংপুর, চিটাগংকে বিপিএলের সর্বোচ্চ টার্গেট দিল রংপুর, Dhaka Dynamites vs Rangpur Riders, Bangladesh Premier League, Rangpur Riders vs Chittagong Vikings Highlights, Rangpur Riders 239 Runs Highlights, জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ রংপুরের, জোড়া শতকে মাশরাফির রংপুরের রেকর্ড সংগ্রহ, বিপিএলে রেকর্ড রানে চিটাগংকে হারালো মাশরাফির রংপুর, বাংলাদেশ প্রিমিয়ার লীগ - উইকিপিডিয়া, বিপিএল: এখন পর্যন্ত যা কিছু সেরা, BPL 2019 Match 30, Rangpur Riders 239 Runs!, Rangpur Riders vs Chittagong Vikings Review, Rilee Rossouw 100 and Alex Hales also 100 In One Innings, Alex Hales and Relly Rossouw first 100 of bpl 2019 aginst Chittagong, Alex Hales's 100 Run Against Chittagong Vikings, Riders post record total as Hales Rossouw hit tons, Rangpur Riders highest score Highlights, Chittagong Vikings vs Rangpur Riders Highlights 30th Match, BPL 2019, Rangpur Riders 239 runs, bpl best run, rossoue 100*runs in 51 balls, রংপুর রাইডার্স এর বিপিএলের সর্বোচ্চ রান হাইলাইটস, রংপুর রাইডার্স এর ২৩৯ রান হাইলাইটস, BPL 2019 Points Table, bpl most runs 2019, most run in bpl, bpl most wicket, bpl most run 2019, bpl highest score, bpl most wicket 2019, bpl all records, Riders register 4th successive win in BPL, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



বিপিএলের সর্বোচ্চ রান করল চিটাগং ভাইকিংস | Chittagong Vikings Highest Score in BPL 2019
বিপিএলের সর্বোচ্চ রান করল চিটাগং ভাইকিংস | Chittagong Vikings Highest Score in BPL 2019

বিপিএলের সর্বোচ্চ রান করল চিটাগং ভাইকিংস | Chittagong Vikings Highest Score in BPL 2019 | মাস দুয়েক আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন ২০১৯ সালের বিশ্বকাপের জন্য নিজের দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। সেখানে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করে কারো নাম না বললেও সাত নম্বর পজিশনে সাব্বিরের দিকে যে তার চোখ আছে এবং সাব্বিরের ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছেন টাইগার অধিনায়ক- সে ইঙ্গিত পাওয়া গিয়েছে বেশ কয়েকবারই। অনানুষ্ঠানিক কথোপকথনে বেশ কয়েকবারই তিনি বলেছেন সাব্বিরের ব্যাটে রানের জন্য অপেক্ষা করছেন তিনি। অবশেষে বিপিএলের ম্যাচে সিলেটে এসে শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাব্বির, আগের ইনিংসগুলোতেও তাকে বেশ সাবলীল এবং স্বচ্ছন্দ মনে হয়েছে। খেলেছেন নিজের সহজাত সব শট। শনিবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম খেলায় সাব্বির আর দ্বিতীয় খেলায় ২৯ বলে ঝড়ো হাফসেঞ্চুরির দেখা পান চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। আগের ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন তিনি। প্রোটিয়া পেসার উইসির শিকারেই ৩৩ বলে আটটি চার ও এক ছক্কায় ৫২ করে বিদায় নেন মুশি। মুশফিক ফিরলেই ব্যাটে ঝড় চলতে থাকে দাসুন সানাকার। তাকে সঙ্গ দেন নজিবুল্লাহ জাদরান। দুজনেই অপরাজিত থেকে দলকে দেন চলতি আসরের সর্বোচ্চ ও বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সানাকা ১৭ বলে ৪২ ও জাদরান ৫ বলে ১৬ রান করেন। বিপিএলের সর্বোচ্চ রান করল চিটাগং, মুশফিকের ব্যাটে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ চিটাগংয়ের, বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ চিটাগংয়ের, বিপিএল খবর ২০১৯ - খেলার সর্বশেষ আপডেট, খুলনার বিপক্ষে তাণ্ডব চালিয়ে ২১৪ রান তুলল চিটাগং, খুলনাকে আরো একবার হারাল চিটাগং, বিপিএল রান, সিলেট বিপিএল, মাশরাফি বিপিএল, বাংলাদেশ বিপিএল, বিপিএল চিটাগাং, বিপিএল ২০১৯ইং, বিপিএলের দলের তালিকা, বিপিএল ঢাকা দল, খুলনার বিপক্ষে আসরের সর্বোচ্চ রান তুললো চিটাগং, এনামুলের ডাবল সেঞ্চুরি, Chittagong Vikings beat Khulna Titans in first super over in BPL history, Chittagong Vikings beat Khulna Titans, Chittagong Vikings vs Khulna Titans, Bangladesh Premier League, Chittagong Vikings vs Khulna Titans highlights, Bangladesh Premier League highlights, Rangpur Riders vs Chittagong Vikings, most run bpl 2019, Chittagong Vikings Highest Score in BPL 2019, bpl 2019 best ran, bpl top bowler, bpl 2019 best batsman, most runs and wicket in bpl 2019, chittagong vikings player list 2019, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



বিপিএলে আজ মাঠে নামছে যারা | BPL Today Match | Today Match Prediction | Chittagong Vikings
বিপিএলে আজ মাঠে নামছে যারা | BPL Today Match | Today Match Prediction | Chittagong Vikings

বিপিএলে আজ মাঠে নামছে যারা | BPL Today Match | Today Match Prediction | Sylhet Sixers vs Chittagong Vikings | বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ বুধবার (৯ জানুয়ারি) দুটি ম্যাচ রয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগের ৭ম ম্যাচে আজ দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। দিনের অপর খেলা বিকেল ৫টা ২০ মিনিটে ৮ম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও খুলনা টাইটানস। এই ৪টি দলের মধ্যে একমাত্র চিটাগং ভাইকিংস এখন পর্যন্ত ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে। বাকি ৩টি দল এখনও জয়ের দেখা পায়নি। খুলনা টাইটানস ২টি ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে। অন্যদিকে, রাজশাহী ও সিলেট নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। আজ তারা দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। ওয়ার্নার-সাব্বিররা তাই আজ চিটাগংয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে। অন্যদিকে, চিটাগং ভাইকিংসও চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে। খুলনা ও রাজশাহীর ম্যাচে বলা যায় আজ যেকোন একদল জয়ের স্বাদ পেতে যাচ্ছে। খুলনা টাইটানস প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই করে মাত্র ৮ রানে হারে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছেও পরাজিত হয়। তাই হারের বৃত্তে ঢুকে পরা খুলনা আজ জিততে চাইবে জান-প্রাণ দিয়ে। অন্যদিকে, রাজশাহী কিংসও তাদের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি। ঢাকা ডায়নামাইটসের বিশাল ব্যবধানে হেরেছে। তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আজ রাজশাহীও চাইবে ঘুরে দাঁড়াতে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি মুখে নিয়ে কারা মাঠ ছাড়ে সেটা দেখতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। বিপিএলে আজ মাঠে নামছে যারা, সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস ও খুলনা টাইটানস, Today Match Prediction-Khulna Titans vs Rajshahi Kings, বিপিএল, আজ মাঠে নামছে যারা, BPL Today Match, Today Match Prediction, Chittagong Vikings, বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস, টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স, BPL 2019 highlights, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



ঢাকার দাপুটে জয় | ৮৩ রানের জয় | Dhaka Dynamites VS Rajshahi Kings 2019 Highlights | Match 2
ঢাকার দাপুটে জয় | ৮৩ রানের জয় | Dhaka Dynamites VS Rajshahi Kings 2019 Highlights | Match 2

ঢাকার দাপুটে জয় | ৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ডায়নামাইটস | Dhaka Dynamites VS Rajshahi Kings 2019 Highlights | Match 2 | বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে ব্যাট করতে নেমে বড়সড় এক সংগ্রহ দাঁড় করায় ঢাকা। রাজশাহী কিংসের বোলারদের হতাশায় ডুবিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তুলে সাকিব আল হাসানের দল। ১৯০ রানের বড় লক্ষ্য। জেতার জন্য যেমন ব্যাটিং দরকার ছিল, শুরু থেকেই তেমনটা পারেনি রাজশাহী কিংস। ন্যূনতম লড়াইটাও করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ১৮.১ ওভারে রাজশাহীর ইনিংস গুটিয়ে যায় ১০৬ রানে। ফলে ৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী ইনিংসে মোহাম্মদ হাফিজ আর মুমিনুল হক ১৫ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ২৪ রান। ৫ বলে ৮ রান করে মুমিনুল ফেরেন সাকিবের শিকার হয়ে। সৌম্য সরকারও ৪ রানের বেশি এগুতে পারেননি। আন্দ্রে রাসেলের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার। ব্যাটিংয়ের এই ধস আর থামেনি রাজশাহীর। লরি ইভান্স (১০), জাকির হাসান (২), ক্রিশ্চিয়ান জঙ্কার (১), মেহেদী হাসান মিরাজ (১) -দলের চাহিদা মেটাতে পারেননি কেউই। মোহাম্মদ হাফিজ অনেকটা সময় উইকেটে থাকলেও তার ২৮ বলে ২৯ রানের ইনিংসটা একদমই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ১০ ওভার পেরুতেই ৫৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজশাহী কিংস। শেষ পর্যন্ত আরাফাত সানির ১৮ আর মোস্তাফিজুর রহমানের অপরাজিত ১১ রানের ইনিংসে কোনোমতে একশ পেরোয় দলটি। মুশফিকের কাছে মাশরাফির হার, Chittagong Vikings beat Rangpur Riders in BPL opener, Rangpur Riders vs Chittagong Vikings, Galye and McCullum added an unbeaten 201-run stand for the second wicket, বিপিএল ষষ্ঠ আসর, ঢাকার দাপুটে জয়, বিপিএলের দ্বিতীয় ম্যাচ, রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস, বিপিএলের দ্বিতীয় ম্যাচ, বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠল, বিপিএলের প্রথম ম্যাচ, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস, আফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার, 2019 Bangladesh Premier League – Dhaka Dynamites vs Rajshahi Kings, Dhaka Dynamites beat Rajshahi Kings by 99 runs, 2nd Match (D/N) Bangladesh Premier League at Dhaka, Dhaka Dynamites vs Rajshahi Kings, Hazratullah Zazai 78 ( 41 ), Dhaka Dynamites VS Rajshahi Kings 2019 Highlights, BPL 2019, Dhaka vs Rajshahi, Dhaka Dynamites vs Rajshahi Kings 2nd T20 BPL, Dhaka Dynamites vs Rajshahi Kings 2nd Match Highlights, সাকিবের কাছে মাশরাফির হার, ষষ্ঠ বিপিএলের যত 'প্রথম', বিপিএলের উদ্বোধনী দিনে মুখোমুখি রংপুর-চিটাগং ও ঢাকা-রাজশাহী, চ্যাম্পিয়নদের হারে শুরু বিপিএল, বিপিএলের পুরো সূচি দেখুন এখানে, বিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে, বিপিএল : রংপুর-চিটাগং ম্যাচ হাইলাইটস, Chittagong Vikings beat Rangpur Riders in BPL 2019 opener, Rangpur Riders vs Chittagong Vikings, Rangpur Riders - Wikipedia, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল দল পেলেন বিপিএলে, BPL 2019 team rosters: Mohammad Ashraful back where it started, bpl 2018 schedule and time, bpl 2019 player list, bpl 2019 schedule cricket, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



মুশফিকের কাছে মাশরাফির হার | Rangpur Riders vs Chittagong Vikings Highlights | Match 1
মুশফিকের কাছে মাশরাফির হার | Rangpur Riders vs Chittagong Vikings Highlights | Match 1

মুশফিকের কাছে মাশরাফির হার | বিপিএল ষষ্ঠ আসর | Rangpur Riders vs Chittagong Vikings highlights | Match 1 | ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠছে আজ শনিবার (৫ জানুয়ারি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সকে নেতৃত্বে দেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া মাশরাফি বিন মুর্তজা। আর চিটাগং ভাইকিংসকে নেতৃত্বে দিবেন মুশফিকুর রহিম। এই দলে আছেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল। এ ম্যাচে মুশফিফের কাছে মাশরাফি হেরে গেছেন। উদ্বোধনী ম্যাচে টস ভাগ্যে জিতেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। টসে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হারিয়ে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি উত্তরবঙ্গের দলটির। ২৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। সূচনালগেনই তাদের কাঁপিয়ে দিয়েছেন চিটাগংয়ের দুই পেসার রব্বি ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ রাহি। অ্যালেক্স হেলস, মেহেদী মারুফ ও মোহাম্মদ মিথুনকে ফিরিয়েছেন ফ্রাইলিঙ্ক। আর রাইলি রুশোকে শিকার বানিয়েছেন রাহি। এ ম্যাচে চিটাগংয়ের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফিরতে বিপিএলে চোখ তার। মুশফিকের নেতৃত্বাধীন ভাইকিংসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা ও রব্বি ফ্রাইলিঙ্ক। তবে খেলনি ক্রিস গেইল। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় এসে পৌঁছাতে না পারায় রংপুরের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের দলটির ওপর থাকছে বাড়তি চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসদের মতো তারকার ভার। সঙ্গত কারণে প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে মাশরাফির দল। তবে তারকার মেলা নেই চিটাগংয়ে। মাঝারিমানের পারফর্মার দিয়েই দল গড়েছে তারা। রংপুরের ৯৮ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে মাশরাফি-শফিউলদের বোলিং তোপে পড়ে ভাইকিংসের ব্যাটাসম্যানরা। শুরুতে ওপেনার ক্যামেরুন দেলপোর্টকে ফিরিয়ে সূচনা করেন মাশরাফি বিন মুর্তজা। এরপর মোহাম্মদ আশরাফুলকে ফেরান পেসার শফিউল ইসলাম। দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরা আশরাফুলের ফেরার ম্যাচে আঁটকে যায় মাত্র ৩ রানের মাথায়। লক্ষ্যটা ছোট হলেও নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসে ভাইকিংসের ব্যাটসম্যানরা। তাতে চিটাগাংয়ের সহজ ম্যাচ রূপ নেয় কঠিন ম্যাচে। আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহাজাদের ২৭ রানে বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম। মুশফিকও এগুচ্ছিলেন ঠিকঠাক কিন্তু, ব্যক্তিগত ২৫ রানের মাথায় নাজমুল অপুর বলে ক্যাচ দিয়ে ফেরেন দলকে বিপদে ফেলে। দলীয় রান তখন ১৬.৪ ওভারে ৭ উইকেটে ৮৫। শেষ পর্যন্ত দলের বিপদে ম্যাচ বের করে আনেন বল হাতে চার উইকেট নেয়া রবি ফ্রাইলিঙ্ক আর সানজামুল ইসলাম। ৯৮ রান টপকাতে চিটাগাং ভাইকিংসকে খেলতে হয় ১৯.১ ওভার। ৩ উইকেটের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। রংপুরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মাশরাফি। ১টি করে উইকেট নেন শফিউল ইসলাম, নাজমুল অপু, বেনি হাওয়েল ও ফরহাদ রেজা। রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম। চিটাগাং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ। মুশফিকের কাছে মাশরাফির হার, Chittagong Vikings beat Rangpur Riders in BPL opener, Rangpur Riders vs Chittagong Vikings, Galye and McCullum added an unbeaten 201-run stand for the second wicket, বিপিএল ষষ্ঠ আসর, ঢাকার দাপুটে জয়, বিপিএলের দ্বিতীয় ম্যাচ, রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস, বিপিএলের দ্বিতীয় ম্যাচ, বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠল, বিপিএলের প্রথম ম্যাচ, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস, আফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার, 2019 Bangladesh Premier League – Dhaka Dynamites vs Rajshahi Kings, Dhaka Dynamites beat Rajshahi Kings by 99 runs, 2nd Match (D/N) Bangladesh Premier League at Dhaka, Dhaka Dynamites vs Rajshahi Kings, Hazratullah Zazai 78 ( 41 ), Dhaka Dynamites VS Rajshahi Kings 2019 Highlights, BPL 2019, Dhaka vs Rajshahi, Dhaka Dynamites vs Rajshahi Kings 2nd T20 BPL, Dhaka Dynamites vs Rajshahi Kings 2nd Match Highlights, সাকিবের কাছে মাশরাফির হার, ষষ্ঠ বিপিএলের যত 'প্রথম', বিপিএলের উদ্বোধনী দিনে মুখোমুখি রংপুর-চিটাগং ও ঢাকা-রাজশাহী, চ্যাম্পিয়নদের হারে শুরু বিপিএল, বিপিএলের পুরো সূচি দেখুন এখানে, বিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে, বিপিএল : রংপুর-চিটাগং ম্যাচ হাইলাইটস, Chittagong Vikings beat Rangpur Riders in BPL 2019 opener, Rangpur Riders vs Chittagong Vikings, Rangpur Riders - Wikipedia, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল দল পেলেন বিপিএলে, BPL 2019 team rosters: Mohammad Ashraful back where it started, bpl 2018 schedule and time, bpl 2019 player list, bpl 2019 schedule cricket, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/



বাংলাদেশ ও উইন্ডিজকে জরিমানা করল আইসিসি | Bangladesh West Indies fined for slow over rate, 2nd T20I
বাংলাদেশ ও উইন্ডিজকে জরিমানা করল আইসিসি | Bangladesh West Indies fined for slow over rate, 2nd T20I

বাংলাদেশ ও উইন্ডিজকে জরিমানা করল আইসিসি | Bangladesh West Indies fined for slow over rate in 2nd T20I | তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৩৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এর ফলে শনিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। এ ম্যাচে জয়ের দেখা পেলে একই সাথে নিজেদের ষষ্ঠ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি এ বছর ক্যারিবীয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-ট্যেন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আইসিসি। চলমান টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের জন্য দুই দলকেই এ জরিমানা করা হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আইসিসির ২.২২.১ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে পিঁছিয়ে থাকা প্রতি ওভারের জন্য অধিনায়ককে তার ম্যাচ ফির শতকরা ২০ ভাগ ও দলের বাকি সদস্যদের ১০ ভাগ জরিমানা করার বিধান রয়েছে। সে অনুসারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানকে তার ম্যাচ ফির ২০ ভাগ ও বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিঁছিয়ে থাকার জন্য ক্যারিবীয়ান দলপতি কার্লোস ব্র্যাথওয়েটকে তার ম্যাচ ফির ৪০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ২০ শতাংশ করেছে জরিমানা করেছেন ম্যাচ রেফারি। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে বৃহস্পতিবার ১ ওভার পিঁছিয়ে ছিল বাংলাদেশ। পক্ষান্তরে সফরকারীরা পিঁছিয়ে ছিল ২ ওভার। যার ফলে উভয় দলকে গুনতে হচ্ছে এ জরিমানা। প্রসঙ্গত, ম্যাচ শেষে উভয় দলের অধিনায়ক নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১২ মাসের মধ্যে সাকিব কিংবা ব্র্যাথওয়েটের অধিনায়কত্বে একই ধরণের ঘটনার পূনরাবৃত্তি ঘটলে উভয় অধিনায়কই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। বাংলাদেশ ও উইন্ডিজকে জরিমানা করল আইসিসি, আবারও জরিমানা দিচ্ছেন সাকিব সঙ্গী বাকি ২১ জন!, বাংলাদেশ-উইন্ডিজকে জরিমানা আইসিসির, Bangladesh West Indies fined for slow over rate in 2nd T20I, শেষ টি-২০ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ, বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, সিরিজ সেরা সাকিব ম্যাচ সেরা লুইস, West Indies wins T20 series v Bangladesh, Bangladesh beat West Indies to take T20 series 2-1, Bangladesh vs West Indies 3rd T20 Highlights, Windies win by 50 runs v Bangladesh, Bangladesh and West Indies fined by ICC for slow-over rate in 2nd T20I, Bangladesh and West Indies fined by ICC, BD WI fined for slow over-rates, Bangladesh and West Indies fined for slow over-rates, Bangladesh West Indies fined for bowling slow in 2nd T20, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/




« Previous Next »


User Detail Page

You can find user latest posts and related content on the page. Friends, comments for events / matches are also available on the page. Even you can find users who are same pleasure with current user.

#Travel, #SupportYourTeam, #AllAboutSports