Content removal request!


মুশফিকের কাছে মাশরাফির হার | Rangpur Riders vs Chittagong Vikings Highlights | Match 1

মুশফিকের কাছে মাশরাফির হার | বিপিএল ষষ্ঠ আসর | Rangpur Riders vs Chittagong Vikings highlights | Match 1 | ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠছে আজ শনিবার (৫ জানুয়ারি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। রংপুর রাইডার্সকে নেতৃত্বে দেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া মাশরাফি বিন মুর্তজা। আর চিটাগং ভাইকিংসকে নেতৃত্বে দিবেন মুশফিকুর রহিম। এই দলে আছেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল। এ ম্যাচে মুশফিফের কাছে মাশরাফি হেরে গেছেন। উদ্বোধনী ম্যাচে টস ভাগ্যে জিতেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। টসে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হারিয়ে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি উত্তরবঙ্গের দলটির। ২৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। সূচনালগেনই তাদের কাঁপিয়ে দিয়েছেন চিটাগংয়ের দুই পেসার রব্বি ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ রাহি। অ্যালেক্স হেলস, মেহেদী মারুফ ও মোহাম্মদ মিথুনকে ফিরিয়েছেন ফ্রাইলিঙ্ক। আর রাইলি রুশোকে শিকার বানিয়েছেন রাহি। এ ম্যাচে চিটাগংয়ের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফিরতে বিপিএলে চোখ তার। মুশফিকের নেতৃত্বাধীন ভাইকিংসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা ও রব্বি ফ্রাইলিঙ্ক। তবে খেলনি ক্রিস গেইল। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় এসে পৌঁছাতে না পারায় রংপুরের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের দলটির ওপর থাকছে বাড়তি চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসদের মতো তারকার ভার। সঙ্গত কারণে প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে মাশরাফির দল। তবে তারকার মেলা নেই চিটাগংয়ে। মাঝারিমানের পারফর্মার দিয়েই দল গড়েছে তারা। রংপুরের ৯৮ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে মাশরাফি-শফিউলদের বোলিং তোপে পড়ে ভাইকিংসের ব্যাটাসম্যানরা। শুরুতে ওপেনার ক্যামেরুন দেলপোর্টকে ফিরিয়ে সূচনা করেন মাশরাফি বিন মুর্তজা। এরপর মোহাম্মদ আশরাফুলকে ফেরান পেসার শফিউল ইসলাম। দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরা আশরাফুলের ফেরার ম্যাচে আঁটকে যায় মাত্র ৩ রানের মাথায়। লক্ষ্যটা ছোট হলেও নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসে ভাইকিংসের ব্যাটসম্যানরা। তাতে চিটাগাংয়ের সহজ ম্যাচ রূপ নেয় কঠিন ম্যাচে। আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহাজাদের ২৭ রানে বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম। মুশফিকও এগুচ্ছিলেন ঠিকঠাক কিন্তু, ব্যক্তিগত ২৫ রানের মাথায় নাজমুল অপুর বলে ক্যাচ দিয়ে ফেরেন দলকে বিপদে ফেলে। দলীয় রান তখন ১৬.৪ ওভারে ৭ উইকেটে ৮৫। শেষ পর্যন্ত দলের বিপদে ম্যাচ বের করে আনেন বল হাতে চার উইকেট নেয়া রবি ফ্রাইলিঙ্ক আর সানজামুল ইসলাম। ৯৮ রান টপকাতে চিটাগাং ভাইকিংসকে খেলতে হয় ১৯.১ ওভার। ৩ উইকেটের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। রংপুরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মাশরাফি। ১টি করে উইকেট নেন শফিউল ইসলাম, নাজমুল অপু, বেনি হাওয়েল ও ফরহাদ রেজা। রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম। চিটাগাং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ। মুশফিকের কাছে মাশরাফির হার, Chittagong Vikings beat Rangpur Riders in BPL opener, Rangpur Riders vs Chittagong Vikings, Galye and McCullum added an unbeaten 201-run stand for the second wicket, বিপিএল ষষ্ঠ আসর, ঢাকার দাপুটে জয়, বিপিএলের দ্বিতীয় ম্যাচ, রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটস, বিপিএলের দ্বিতীয় ম্যাচ, বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠল, বিপিএলের প্রথম ম্যাচ, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস, আফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার, 2019 Bangladesh Premier League – Dhaka Dynamites vs Rajshahi Kings, Dhaka Dynamites beat Rajshahi Kings by 99 runs, 2nd Match (D/N) Bangladesh Premier League at Dhaka, Dhaka Dynamites vs Rajshahi Kings, Hazratullah Zazai 78 ( 41 ), Dhaka Dynamites VS Rajshahi Kings 2019 Highlights, BPL 2019, Dhaka vs Rajshahi, Dhaka Dynamites vs Rajshahi Kings 2nd T20 BPL, Dhaka Dynamites vs Rajshahi Kings 2nd Match Highlights, সাকিবের কাছে মাশরাফির হার, ষষ্ঠ বিপিএলের যত 'প্রথম', বিপিএলের উদ্বোধনী দিনে মুখোমুখি রংপুর-চিটাগং ও ঢাকা-রাজশাহী, চ্যাম্পিয়নদের হারে শুরু বিপিএল, বিপিএলের পুরো সূচি দেখুন এখানে, বিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে, বিপিএল : রংপুর-চিটাগং ম্যাচ হাইলাইটস, Chittagong Vikings beat Rangpur Riders in BPL 2019 opener, Rangpur Riders vs Chittagong Vikings, Rangpur Riders - Wikipedia, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল দল পেলেন বিপিএলে, BPL 2019 team rosters: Mohammad Ashraful back where it started, bpl 2018 schedule and time, bpl 2019 player list, bpl 2019 schedule cricket, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/