Content removal request!


কঠিন ম্যাচে সহজ জয়! | ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ | Bangladesh beat West Indies by 5 wickets

কঠিন ম্যাচে সহজ জয়! | ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ | Bangladesh beat West Indies by 5 wickets | জিততে হলে ২৪ ওভারে ২১০ রান প্রয়োজন। বাংলাদেশ জিতল ৫ উইকেট আর ৭ বল হাতে রেখেই! সপ্তমবারে এসে ফাইনাল নামের দুর্বোধ্য ধাঁধাটা কাল মালাহাইডে মিলিয়ে দিল মাশরাফির দল। বিগত ৬ বারের থেকে এবারের ম্যচটি অনেক কঠিক ছিল টাইগারদের জন্য। কিন্তু এই কঠিন ম্যাচটিকে সহজ করে জয় ছিনিয়ে নিলো টাইগাররা। শুরুতে দুরন্ত সাহস ভর করেছিল সৌম্য সরকারের ব্যাটে। ৪১ বলে ৬৬ রানের সেই সাহস সৌম্য সঞ্চার করে দিয়েছেন মোসাদ্দেকের মধ্যে। মাত্র ২০ বলে ফিফটি করা মোসাদ্দেক ২৪ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন। বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির দিনে ৫টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন, দুটি চার। দুই তরুণের অসম সাহসিকতার দিনে পথ দেখালেন দুই সিনিয়র। মুশফিক ২২ বলে করলেন ৩৬। ২১ বলে মাহমুদউল্লাহর ১৯ রানের ইনিংসটাও সময় বিবেচনায় হয়ে উঠল মহাগুরুত্বপূর্ণ। বৃষ্টি নামার আগে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৩১ রান। ৫ ঘণ্টার বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ম্যাচ হয়ে যায় ২৪ ওভারের। বাকি ৩.৫ ওভারে ক্যারিবীয়দের হাত খুলে মারতে দেননি মিরাজ। আর ২১ যোগ করে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ১ উইকেটে ১৫২ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০ রানের। মুশফিকুর রহিমের পর যখন মোহাম্মদ মিঠুনও আউট হলেন, ড্রেসিং রুমে অনেকের মাথা নুইয়ে এসেছিল হতাশায়। তখন মাশরাফি বিন মুর্তজা উঠে দাঁড়ালেন চকিতে। নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের কাছে গিয়ে চাপড়ে দিলেন পিঠ। বললেন দুটি কথা। ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের নায়ক মোসাদ্দেকের মনে পড়ছে অধিনায়কের সেই কথা। মোসাদ্দেক যখন উইকেটে গেলেন, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫০ বলে ৬৭ রান। এই সময়ের ক্রিকেটে এমন কঠিন কিছু নয়। তবে উইকেট পড়ে গিয়েছিল ৫টি। আরেকটি উইকেটের পতন ডেকে আনত পারত দলের বিপদ। মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক, উইকেটে থাকা এই দুজনই ছিলেন স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জুটি। এরপর ব্যাটিংয়ের অপেক্ষায় ছিলেন বোলিং অলরাউন্ডাররা। সাকিবকে ছাড়া খেলতে নেমে আরও একবার একাদশে পরিবর্তন আনতে হয় বাংলাদেশকে। একে তো হিম ঠান্ডা, তার ওপর ভেজা কন্ডিশন। বাংলাদেশের বোলারদের কাজটা কঠিন হয়ে উঠেছিল। ম্যাচের শুরু থেকে টিপ টিপ বৃষ্টি। ভেজা ঘাস ছুঁয়ে ছুঁয়ে বল হয়ে গিয়েছিল পিচ্ছিল। আড়ষ্ট হাতে বল গ্রিপ করতে ঝামেলায় পড়েছেন বোলাররা। সফরের শেষ দিনেই সবচেয়ে কঠিন আবহাওয়া বাংলাদেশের সামর্থ্যের নিল কঠিন পরীক্ষা। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, Walton ODI Tri-Series 2019, Bangladesh v West Indies, Ireland Tri-Nation Series, Tigers after winning the tri-nation series beating West Indies by five wickets at Dublin, Tigers, Bangladesh players celebrate winning the tri-series final, Bangladesh defeated the West Indies in the final of the tri-nation series, first time the Tigers have won an ODI tournament final, Bangladesh win tri-nation series final, Tri-series final: Tigers win toss opt to field first against West Indies, Bangladesh beat West Indies by 5 wickets (with 7 balls remaining), Highlights Bangladesh vs West Indies tri-series final, Bangladesh vs West Indies tri-series final Highlights, Bangladesh vs West Indies final Highlights, Bangladesh claim tri-series trophy, Bangladesh beat West Indies to lift maiden multi-nation ODI trophy, Ireland ODI Tri-Nation Series Final: Bangladesh beat West Indies by 5 wickets, Prize Giving Ceremony Windies vs Bangladesh Final Match, Bangladesh win Tri-Nation Series Final 2019 against West Indies, PM congratulates Tigers on winning tri-nation series, Soumya Mosaddek power Tigers to elusive final win, ইতিহাস গড়ল বাংলাদেশ দাপুটে জয়ে, দাপুটে জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, মাশরাফির যে ‌‘দুটি’ কথায় জ্বলে উঠলেন মোসাদ্দেক, কঠিন ম্যাচে সহজ জয়!, জয়ের পরে যা বললো মাশরাফি, মোসাদ্দেকের আগে যে রেকর্ড গড়তে পারেননি টাইগারদের কেউ, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ঐতিহাসিক শিরোপা জিতল বাংলদেশ, বাংলাদেশ চ্যাম্পিয়ন! বাংলাদেশের ইতিহাস, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতল টাইগাররা, এলো স্বপ্নের শিরোপা, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হাইলাইটস, বাংলাদেশ ওয়েস্ট ত্রিদেশীয় সিরিজ ফাইনাল হাইলাইটস, এক নজরে বাংলাদেশের সকল জয়, এক নজরে বাংলাদেশের সকল ট্রফি, বাংলাদেশের সফল অধিনায়ক, মাশফারি বিন মুর্তজা, বাংলাদেশের সকল সিরিজ জয়, বিশ্বের সব এক্সক্লুসিভ খবর এবং বিভিন্ন আজব ও বিস্ময়কর সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/NewsEyeExclusive Don't forget to like, comment and share this video with your friends: Like my Page : https://www.facebook.com/newseyeexclusive/