Content removal request!


Tanzim Hasan Sakib Fb Status || তানজিম হাসান সাকিবকে নিয়ে সমালোচনার জবাব || Shayala khan Bana Status

Tanzim Hasan Sakib Fb Status || তানজিম হাসান সাকিবকে নিয়ে সমালোচনার জবাব || Shayala khan Bana Status ______________________ #TanzimHasanSakib #ShayalakhanBana #mustafizurRahmanHuzur __________________ তানজিম সাকিবের পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল প্রশংসিত তানজিম সাকিব নেতিবাচক পোস্টে সমালোচিত এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। ব্যাট হাতে ছোটখাটো ক্যামিওর পাশাপাশি বল হাতেও শুরুতে জোড়া উইকেট নিয়েছেনই, এরপর শেষ ওভারে প্রবল চাপের মুখে দারুণ বোলিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আর তাই সমর্থকদের ভাসছেন প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার। তবে এর মধ্যেই তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে তোপের মুখে পড়েছেন ২০ বছর বয়সী এই পেসার।  একটু পেছনে ফেরা যাক, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।