Content removal request!


বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ ২০২২ - পূর্নাঙ্গ সময়সূচি ও স্কোয়াড | Ban Vs WI Series 2022 |

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ ২০২২ - পূর্নাঙ্গ সময়সূচি ও স্কোয়াড | Ban Vs WI Series 2022 Welcome to Utshob Sports ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর খেলতে আগামী মাসেই দেশ ছেড়ে উড়াল দেবে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এই সিরিজ নিয়ে নানান জল্পনা কল্পনার পর অবশেষে তিন ফরম্যাটেই দল ঘোষণা করলো বিসিবি। সাকিব আল হাসানকে রাখা হয়েছে তিন ফরম্যাটেই। হজে যাওয়ার কারনে মুশফিকুর রহিম নেই কোনো ফরম্যাটেই। ওয়ানডে স্কোয়াডে ফিরছেন ঘরোয়া লিগে তুমুল ফর্মে থাকা এনামুল হক বিজয়। চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরছেন মোহাম্মদ সাইফ উদ্দিনও। এছাড়াও সম্প্রতি টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নিয়েছেন ওয়ানডে ফরম্যাটে। তবে এনামুল হক বিজয় ফেরার কারনে দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, সেই সাথে বাদ পড়েছেন খালেদ আহমেদও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১০ জুলাই, গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। দ্বিতীয় এবং তৃতীয়টিও একই ভ্যানুতে শুরু হবে যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই। ১. তামিম ইকবাল (অধিনায়ক), ২. লিটন দাস, ৩. নাজমুল হোসেন শান্ত, ৪. সাকিব আল হাসান, ৫. ইয়াসির আলী চৌধুরী, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. আফিফ হোসেন ধ্রুব, ৮. মোসাদ্দেক হোসেন সৈকত, ৯. কাজী নুরুল হাসান সোহান, ১০. মেহেদী হাসান মিরাজ, ১১. তাসকিন আহমেদ, ১২. শরিফুল ইসলাম, ১৩. মুস্তাফিজুর রহমান, ১৪. এবাদত হোসেন চৌধুরী, ১৫. নাসুম আহমেদ, ১৬. মোহাম্মদ সাইফউদ্দিন, ১৭. এনামুল হক বিজয়। #BanVsWI2022 Thank you so much..