Content removal request!


এশিয়াকাপ ২০২২ আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ | ক্রিকেট এশিয়াকাপ ২০২২ আয়োজক বাংলাদেশ | Asia Cup 2022 |

এশিয়াকাপ ২০২২ আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ | ক্রিকেট এশিয়াকাপ ২০২২ আয়োজক বাংলাদেশ | Asia Cup 2022 | Welcome to Utshob Sports কথায় আছে, কারো পৌষ মাস, কারো বা আবার সর্বনাশ। তবে আজকের আলোচ্যসূচীতে কারো সর্বনাশ ডেকে না আনলেও কারো সর্বনাশটাই কারো জন্যে বয়ে নিয়ে আসবে সুসংবাদ। এশিয়াকাপের এবারের আয়োজন হতে পারে বাংলাদেশে। তবে তাতে বাধ সাধতে পারে বর্ষার মৌসুম। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক মন্দায় শ্রীলঙ্কা। তড় তড় করে বাড়ছে দ্রব্যমূল্য, জীবনযাত্রার মান কমছে মানুষের। বাড়ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্দোলনে রাস্তায় অনাহারে নাগরিকরা। থেকে থেকে থাকছে বিদ্যুৎ, বেশিরভাগ সময়ই অন্ধকারে গোটা শহর। টাকার অভাবে বন্ধ আছে আমদানী, দেশীয় অর্থনীতি হয়ে পড়েছে ভঙ্গুর। দেশটির এমন টালমাতাল অবস্থায় সরকারের পদত্যাগ চাচ্ছেন জনগন, আর তাদের দমাতে রাস্তায় নামাতে হচ্ছে সেনাবাহিনী। আর তাই আয়োজক দেশ শ্রীলঙ্কার এমন নাজেহাল অবস্থায় চিন্তিত এসিসি। সবশেষ এশিয়া কাপ হয়েছিলো চার বছর আগে। ২০২০ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর মাঠে গড়াতে পারেনি। করোনার কারনে এক বছর পিছিয়ে দেওয়া হলেও ২০২১ সালেও মাঠে গড়ায় নি এশিয়া কাপ। সংশয় কাটিয়ে গত মাসেই প্রকাশ করা হয়েছিলো এশিয়া কাপের সময়সূচি। ২৭ আগষ্ট থেকে শুরু হওয়ার কথা এবারের এশিয়া কাপের আসরটির। কিন্তু শ্রীলঙ্কার এমন অবস্থায় সংশয় তৈরি হয়েছে সংশ্লিষ্টদের। দায়িত্বটা শ্রীলঙ্কাকে বুঝিয়ে দেওয়া হয়েছিলো ঠিকই। সবকিছুই চলছিলো ঠিকঠাক। কিন্তু মাঝে আবার কি থেকে কি হয়ে গেলো। সাধারণ জীবনযাত্রা যেখানে ব্যাহত সেখানে এশিয়া কাপ আয়োজন তো বিলাসিতা। তবে তা নিয়ে এখুনি সিদ্ধান্তে আসতে চাচ্ছেনা এসিসি। হাতে সময় আছে আরো ৪ মাস। তার মাঝেই হয়ত যেকোন সিদ্ধান্ত আসতে পারে এসিসির হাতে৷ দেশটির সার্বিক পরিস্থিতিতে নজরে রাখছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই হয়তো জানা যাবে আসল তথ্য। তবে এখন থেকেই বিকল্প ভাবা শুরু করেছে এসিসি। শ্রীলঙ্কার পরিবর্তে এশিয়া কাপের ভ্যানুউ কাদের কাছে হস্তান্তর করা যায় তা নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা। এরই মধ্যে এশিয়া কাপের এবারের আয়োজন টা যেনো বাংলাদেশে হয় তা নিয়ে এসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ৷ এশিয়া কাপ আয়োজন করতে প্রবল আগ্রহী বিসিবি। এই টুর্নামেন্ট আয়োজনে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তুত। এ সম্পর্কে বিবিসির এক কর্মকর্তা বলেন, ‘এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে শ্রীলঙ্কায় যদি শেষমেশ এ টুর্নামেন্ট আয়োজন না করা যায়, তাহলে আমরা তৈরি। সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েও দেয়া হয়েছে।' তবে ওই সময় বাংলাদেশে বড় বাধা হয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। কারণ, সেসময় বর্ষা চলবে। একই কারণে, ভারতেও সেই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপ। #asiacup2022 Thank you so much..