Content removal request!


সাকিবকে ভু'য়া বলায় ক্ষি'প্ত সমর্থকদের সরিয়ে দিলো পু'লিশ/// ইন্টারনেটে ভিডিও ভা'ইরা'ল Shakib | Bd

সাকিবকে ভু'য়া বলায় ক্ষি'প্ত সমর্থকদের সরিয়ে দিলো পু'লিশ/// ইন্টারনেটে ভিডিও ভা'ইরা'ল #bangladeshcricket #shakibalhasan #shakibalhasanupdate #shakib_latest_video #crickethighlights #iccworldcup2023 #bangladesh #cricket মিরপুরের পর ইডেনেও ‘ভুয়া ভুয়া’ চিৎকার, অভিযোগ নেই সাকিবের মিরপুরের পর ইডেন গার্ডেন্সেও ‘দুয়ো’ দেওয়া হলো সাকিব আল হাসানকে, বাংলাদেশ অধিনায়ক বললেন, দর্শকদের সেই অধিকার আছে। দিন দুয়েক আগেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার শিকার হন সাকিব আল হাসান। সেই ঘটনার রেশ সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ল কলকাতায়ও। ইডেন গার্ডেন্সেও দর্শকরা “ভুয়া.. ভুয়া” বলে চিৎকার করলেন সাকিবকে উদ্দেশ্য করে। কিছুদিন আগেও যা ছিল অকল্পনীয়। সাকিব অবশ্য বাস্তবতাকে মেনেই নিচ্ছেন। দর্শকদের এই অধিকার আছে বলেই মনে করেন তিনি। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বাংলাদেশ দল যখন কলকাতায় আসে, সাকিব তখন ফিরে যান দেশে। ছোট্ট ছুটি নিয়ে ঢাকায় ফিরে নিজের ব্যাটিং নিয়ে তিনি নিবিড়ভাবে কাজ করেন দুই দিন। দ্বিতীয় দিন অনুশীলনের পর মিরপুরের ইনডোর থেকে বেরিয়ে গাড়ীতে করে মাঠ ছাড়ার সময় সেখানে থাকা বেশ কয়েকজন সমর্থক ‘ভুয়া… ভুয়া…” বলে চিৎকার করেন সাকিবকে উদ্দেশ্য করে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে সেই পর্ব শেষ হয়নি মিরপুরেই। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে যখন তিনি আউট হয়ে ফিরছিলেন, গ্যালারি থেকে আবারও ছুটে যায় সেই “ভুয়া… ভুয়া” চিৎকার। তর্কাতীতভাবেই সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বলতম বিজ্ঞাপনও। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপে স্বপ্নের মতো পারফরম্যান্সের পর তার জনপ্রিয়তাও স্পর্শ করে আকাশ। সেই সাকিব এখন দেখছেন মুদ্রার উল্টো পিঠ ছুটি নিয়ে তার দেশে ফেরা নিয়ে বিতর্ক তো চলছিলই। বিশ্বকাপের আগে আরও নানা বিতর্ক, তামিম ইকবালের বাদ পড়া, টিভি সাক্ষাৎকারে সাকিবের বিস্ফোরক সব মন্তব্য, চলতি বিশ্বকাপে তার বিবর্ণ রূপ, দলের বাজে পারফরম্যান্স, সব মিলিয়েই দর্শকদের ভাবনার জগত বদলে গেছে বলে মনে করা হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় হারের পর সংবাদ সম্মেলনে দর্শকদের সেই প্রতিক্রিয়া নিয়েই জানতে চাওয়া হলো সাকিবের কাছে। বাংলাদেশ অধিনায়ক বললেন, এমন কিছুই তাদের প্রাপ্য।