Content removal request!


পাকিস্তান দলের সাথে অ্যাম্বুলেন্স, বিশ্বকাপে বাবরদের নিরাপত্তায় ভারতের এলাহি কাণ্ড | India Pakistan

ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে যতই সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকুক, দুই দেশের মধ্যে সম্পর্কটা সাপে নেউলের মত। গত এশিয়া কাপটাও পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারত। এই বিশ্বকাপের কথাই ধরুননা, বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটারদের অনেক দেরী করেই ভিসা দিয়েছে ভারত। এটা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি ক্রিকেট বিশ্বে৷ অথচ বিশ্বকাপ খেলতে বাবর আজমরা ভারতে পা রাখতেই সবকিছু যেন পালটে গেছে ভোজবাজির মত। মাঠ থেকে মাঠের বাইরে পাকিস্তানি ক্রিকেটারদের কড়া নিরাপত্তা দিচ্ছে রোহিত - কোহলির দেশ। বিস্তারিত রিপোর্টে। হোটেল থেকে মাঠে যাওয়ার সময় পাকিস্তানের কনভয় দেখেই বোঝা যাচ্ছে নিরাপত্তা আর কাকে বলে।কনভয়ে প্রথমে রয়েছে ছয়টি গাড়ি। সেই গাড়িগুলিতে রয়েছেন পুলিশকর্মীরা। ছয়টি গাড়ির পরে রয়েছে দুইটি বাইক। সেখানেও রয়েছেন পুলিশকর্মীরা। দলের সঙ্গে রয়েছে একটি বাস । সেখানে কয়েক জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ থাকছেন। তার পরে আবার থাকছে পাঁচটি গাড়ি। সেখানেও নিরাপত্তারক্ষীদের রাখা হয়েছে। পাঁচটি গাড়ির পরে আবার একটি বাস রয়েছে। সেখানে দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা রয়েছেন। কনভয়ের একদম পিছনে রয়েছে আরও ছয়টি গাড়ি। তার মধ্যে রয়েছে একটি অ্যাম্বুলেন্সও। কারও শরীর অসুস্থ হলে যেন সমস্যা না হয় তার জন্যেই অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে। #pakistan #india #pakistanindia #indiapakistan #iccworldcup2023 #bcci #pcb #security #BangladeshCricket #CricketNews #TeamTiger #BDCricket #Bangladesh #BDCricTime #BDCricTimeBulletin #bangladeshcricketteam #bangladesh #sports #englandcricket #cricketnews #india #bangladeshcricketboard #taskinahmed #bangladeshifood #indiancricket #bcb #tamim #rohitsharma #southafricacricket #cricketworldcup #australiacricket #testcricket #mushfiqur #zimbabwecricket #teamindia #sabbirrahman #bangladeshigirl #bangladeshiphotographer #indiancricketteam #dhakacity #odi #newzealandcricket #cricketlover #cricketlove #cricketaustralia #tanjintisha #cricketfever